এল ক্লাসিকোর ঝাঁজ বলতে যা বোঝায় তার পুরোটাই দেখা গেল ম্যাচে। শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের মোহগ্রস্ত করে রাখল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। মোহ ভাঙল বার্সেলোনার শিরোপা জয়ের উদযাপনে। স্প্যানিশ সুপার কাপ নিজেদের কাছেই রেখে দিল কাতালানরা। রোমাঞ্চকর এক লড়াইয়ে রাফিনহার জোড়া গোলে তারা রিয়ালকে হারাল ৩-২ গোলে।