বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, বাগেরহাট -৩ (রামপাল -মোংলা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আবদুল ওয়াদুদ বলেছেন, গরীব ও মেহনতী মানুষের জীবন মান উন্নয়ন করতে হলে ইসলামি সরকার ব্যবস্থা গঠন করতে হবে।
একমাত্র ইসলাম ও আল্লাহ প্রদত্ত বিধানই দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নের দিক নির্দেশনা রয়েছে। পুজিবাদী বিশ্ব ব্যবস্থায় ধনীরা শুধু সম্পদের পাহাড় গড়ে তুলছে আর গরীব শুধু নিঃস্ব হয়ে যাচ্ছে। এটা মহান আল্লাহর বিধান নয়।
আল্লাহর বিধান হলো সম্পদ যেন গুটি কয়েক লোকের মধ্যে সীমাবদ্ধ হয়ে না পড়ে। ইসলামি সরকার কায়েম হলে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে দারিদ্র বিমোচনের পদক্ষেপ গৃহীত হবে। এতে দারিদ্র থাকবে না। স্বাধীনতার পর অদ্যবধি মুখরোচক বয়ান ছাড়লেও গরীবের ভাগ্য উন্নয়নে কোন কাজ করেনি বরং নিজেদের আখের গছাতেই ব্যস্ত ছিল। গরীব ও মেহনতী মানুষের কল্যাণে ইসলামি সরকার কায়েমের জন্য তিনি সবাইকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয়ের লক্ষ্যে কাজ করার আহবান জানান ।
মঙ্গলবার রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নে সকালে কাপাসডাঙ্গা, বিকাল তিনটায় ছায়রাবাদে, আসরবাদ ভ্যান ও ইজিবাইক শ্রমিকদের সাথে মতবিনিময় সভা গৌরম্ভা বাজার,বাদ মাগরিব গৌরম্ভা ব্রিজের কাছে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোঃ আঃ রাজ্জাক, ইজিবাইক শ্রমিক, ভ্যান শ্রমিক সমিতির সভাপতি মোঃ হাফিজুর রহমান ও মুছা আকুঞ্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত পৃথক পৃথক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসেন, মাস্টার
আলমগীর হোসেন, হেমায়েতুল ইসলাম, মাস্টার মিজানুর রহমান, জিয়াউর রহমান, হাফেজ ইউসুফ, আবু মুসা, আব্দুল হালিম, মুরসালিন প্রমুখ। বিভিন্ন শ্রেণি পেশার সদস্যসহ সর্বস্তরের জনসাধারণ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মো: মাসুম বিল্লাহ
রামপাল উপজেলা প্রতিনিধি