যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকীর বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দীর্ঘদিন পর তিনি পুনরায় দলীয় প্রাথমিক সদস্যপদ ফিরে পেয়েছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে তার ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়। এর মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আরোপিত সব ধরনের সাংগঠনিক বাধা অপসারণ করা হলো।
উল্লেখ্য, ২০২১ সালের পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশগ্রহণ এবং দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আবু তাহের সিদ্দিকীর বিরুদ্ধে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের দলীয় পদ স্থগিত করা হয়েছিল।
বিষয়টি নিয়ে প্রতিক্রিয়ায় আবু তাহের সিদ্দিকী বলেন,
“আবেদনের প্রেক্ষিতে আমার ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে এবং প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা মেনে চলবো এবং বিএনপিকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সক্রিয় ভূমিকা রাখবো।”
স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে নতুন উদ্দীপনা ও আলোচনা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।